As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 665

প্রশ্ন

আস সালামু আলাইকুম স্যার আপনার কাছে একটি ছোট প্রশ্ন আমি কিভাবে সত্যের উপর টিকে থাকবো সমাজ আজ শিরিক বিদাতে কলুষিত এখন আমি কি করতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালম। আপনি নিশ্চয় জানেন স্যার রহ. ইন্তেকাল করেছেন। তিনি এই সব প্রশ্নের বিষয়ে যা বলতেন তা হলো, আপনি কুরআন-সুন্নাহ পড়ুন। সমাজের দিকে না তাকিয়ে নিজে কুরআন-সুন্নাহ মুতাবেক চলেতে চেষ্টা করুন। আর মানুষকে ্কৌশলের সাথে আল্লাহর পথে দাওয়াত দেয়ার চেষ্টা করুন। মনে রাখবেন সাধ্যের অতিরিক্ত আল্লাহ কোন কিছূই মানুষের উপর চাপান নি।