আসসালামু আলাইকুম। আমার বয়স ৩৩। আমি সামুদা কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড এ ২০১৩ এর ফেব্রুয়ারির ১ তারিখ থেকে প্রসেস কেমিস্ট পদে চাকরি করছি মুন্সিগঞ্জ এ। আমার দুই ভাই ভাবিসহ ঢাকায় থাকা। আমার বাবা মা মেহেরপুরে বাড়িতে থাকেন। ২০১৪ সালের অক্টোবর মাসে আমার বিয়ে হয়েছিল। বিয়ের আগে খোজ নিয়ে জানতে পারি মেয়ে মডারন, তার মা ঝগড়াটে, তার বাবার যৌন কেলেংকারি আছে ও খারাপ লোক। কিনতু আমার বাবা মা আমাকে বোঝায় যে মেয়ে ভাল ও নামাজ এবং পরদা করে। আমার উপর তাকে বিয়ে করার জন্য চাপ সৃষটি করে। আমি এস্তেখারা করে কিছুতেই তাকে বিয়ে করতে ইচ্ছে করছিল না। কিন্তু শেষ পরযনত আমি