As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 662

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Nov 2007

প্রশ্ন

আসলামুঅলাইকুম। সন্তান ভূমিষ্ট হওয়ার আযান ও আকামত দেওয়ার বিধান কি? এবং শরিয়তে আর কি বিধান কি? জরুরী ভিত্তিতে জানালে উপকৃত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে আছে, আবু রফা বলেন, رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَذَّنَ فِى أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِىٍّ – حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ – بِالصَّلاَةِ. অর্থ: আমি রাসূলুল্লাহ সা. কে দেখলাম হুসাইনের কানে আযান দিচ্ছে, যখন ফাতেমা রা. তাকে জন্মদেন। সুনানু আবু দাউদ, হাদীসনং৫১০৭ ; সুনানু তিরমিযী, হাদীস নং১৫১৪। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ। শায়খ আলবানী বলেছেন হাসান। সুতরাং আযান দেয়া সুন্নাত। তবে ইকামতের কথা সহীহ হাদীসে উ্ল্লেখ নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।