As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 661
আমার প্রশ্ন হোল আপনি এর আগে কোন এক জায়গায় বলছিলেন যে, আমরা যে জানি ১৮ হাজার মাখলুকাতের কথা এটা নাকি ভুল? যে হাদিস থেকে এই থেকে এই কথা আসসে তা নাকি বানোয়াট? আপনি কি একটু কষ্ট করে আপনার এই কথার প্রমান দিতে পারেন? সত্য সুন্নাহের আলোকে কি রেফারেন্স দিয়ে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 661

প্রশ্ন

আমার প্রশ্ন হোল আপনি এর আগে কোন এক জায়গায় বলছিলেন যে, আমরা যে জানি ১৮ হাজার মাখলুকাতের কথা এটা নাকি ভুল? যে হাদিস থেকে এই থেকে এই কথা আসসে তা নাকি বানোয়াট? আপনি কি একটু কষ্ট করে আপনার এই কথার প্রমান দিতে পারেন? সত্য সুন্নাহের আলোকে কি রেফারেন্স দিয়ে উত্তর দেবেন?

উত্তর

কোন হাদীসে তো নেই ১৮ হাজার মাখলুকাতের কথা তাহলে রেফারেন্স আসবে কোথা থেকে? আপনিই বলুন কোন হাদীসে আছে? রেফারেন্স দিন।