As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6615
আস-সালামু আলাইকুম। আগে আমি অজ্ঞাতবশত কয়েকবার সূর্যোদয়ের পরে ফজরের সালাত আদায় করেছি। আমি তখন কাজা নামাজ আদায় করছি–এরূপ কোন নিয়তও করিনি। এক্ষেত্রে আমার নামাজ কি হয়েছিল? তাছাড়া আমার সন্দেহ হয় ২-১ বার হয়ত আমি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করলেও হয়ত নামাজ শেষ হতে হতে সূর্য উদিত হওয়া শুরু হয়েছিল।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6615

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আগে আমি অজ্ঞাতবশত কয়েকবার সূর্যোদয়ের পরে ফজরের সালাত আদায় করেছি। আমি তখন কাজা নামাজ আদায় করছি–এরূপ কোন নিয়তও করিনি। এক্ষেত্রে আমার নামাজ কি হয়েছিল? তাছাড়া আমার সন্দেহ হয় ২-১ বার হয়ত আমি সূর্যোদয়ের পূর্বে নামাজ শুরু করলেও হয়ত নামাজ শেষ হতে হতে সূর্য উদিত হওয়া শুরু হয়েছিল। সেক্ষেত্রে আমার নামাজ কি কবুল হয়েছিল (কেননা সূর্যোদয়ের সময় নামাজ পড়া হারাম)? হুজুর, জানালে উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইাকুমুস সালাম। অতীত কর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ভবিষ্যতে সূর্যোদয়ের আগে যথাসময়ে ফজরের সালাত অদায় করবেন। আপনার আগের সালাতগুলো পরিপূর্ণ ঠিকঠাক সময়ে না হলেও আদায় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ।