As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6511
মা বোন বেপর্দা । ছেলে পর্দা করতে বলে কিন্তু মা বোন ছেলের কথা শুনেনা । বড়ং তারা তাদের মতই চলে এবং মা ছেলেকে উল্টো কথা শুনায় । ছেলেটি সংসারে বড় হলেও তার কথা মা আর বোন উপেক্ষা করে চলে । এক্ষেত্রে ছেলের করণীয় কি ? ছেলেটার কি পাপ হবে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6511

প্রশ্ন

মা বোন বেপর্দা । ছেলে পর্দা করতে বলে কিন্তু মা বোন ছেলের কথা শুনেনা । বড়ং তারা তাদের মতই চলে এবং মা ছেলেকে উল্টো কথা শুনায় । ছেলেটি সংসারে বড় হলেও তার কথা মা আর বোন উপেক্ষা করে চলে । এক্ষেত্রে ছেলের করণীয় কি ? ছেলেটার কি পাপ হবে ? ছেলেটি চায় দ্বীনদার পরিবার গঠন করতে ।

উত্তর

ছেলের করণীয় তাদেরকে বুঝানো। তারা যদি না মানে তাহলে ছেলে দায়ী হবে না।