As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6610
কত বছরে শিশুরা মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে সমানে কাতারে নামাজ পড়তে পারবে?  

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6610

প্রশ্ন

কত বছরে শিশুরা মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে সমানে কাতারে নামাজ পড়তে পারবে?

 

উত্তর

কোন নির্দিষ্ট বয়স নেই। শিশুরা মসজিদে গিয়ে যেন দুষ্টমি না করে, অন্য মুসল্লিাদের সালাতের ব্যাঘাত না ঘটে সেটা দেখতে হবে। এই সমস্যাগুলো না হলে যে কোন বয়সীদের মসজিদে নিয়ে যেতে সমস্যা নেই।