আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 660

রোজা

প্রকাশকাল: 20 নভে. 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আমার প্রশ্ন হলোঃ-
১. রোজা রাখার জন্য নিয়ত করতে হয়। কিন্তু এই নিয়ত এর জন্য কোন নির্দিষ্ট দুয়া পড়তে হয় কি? যেমন- আমাদের দেশে রোযার সময়সূচীতে রোযার নিয়ত করার দুয়া, ইফতারের দুয়া দেয়া থাকে? আর আমরা সেইগুলো পড়ে রোজা ও ইফতার করি। এইটা কি আমরা সুন্নাহ সম্মত করছি? এ সম্পর্কে রাসূল (সাঃ) কিভাবে রোযার নিয়ত ও ইফতার করতেন?
২. আর রাতে সেহরিতে না জাগতে পারলে এবং না খেয়ে রোজা রাখলে – এইক্ষেত্রে কি রোজা হবে? এক্ষেত্রে নতুন করে কোন নিয়ত মনে মনে রাখতে হবে কি?
এই ছিল আমার প্রশ্ন। অনুগ্রহ করে প্রশ্নানুসারে, স্যার এর দেয়া উত্তরগুলা আমাকে বললে, উনি এই সম্বন্ধে কি বলেছেন, জানালে খুব ই উপকার হয়। আল্লাহ্ তাআলা স্যার কে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আপনাদেরকেও উত্তম বিনিময় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। রেজার যে নিয়্যাত দেয়া আছে তা বলে রোজায় থাকবেন না। তবে ইফতারের দুআ পড়া যেতে পারে। রাতে সেহরী না খেতে পারলেও রোজা হবে।