As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6591
আস-সালামু আলাইকুম, আমি যখন আল্লাহর কথা চিন্তা করি তখন আমার অন্তরে আল্লাহর একটা কল্পিত চিত্র চলে আসে। এটা প্রায় অনেক বছর ধরে চলে আসছে। এজন্য এটা আমি ছাড়তে পারছি না। এবং অনেক সময় মনেও থাকেনা যে আমি এই অপরাদটা করছি। আমি এ থেকে কিভাবে বাঁচব দয়াকরে জানাবেন এবং এটা কি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6591

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি যখন আল্লাহর কথা চিন্তা করি তখন আমার অন্তরে আল্লাহর একটা কল্পিত চিত্র চলে আসে। এটা প্রায় অনেক বছর ধরে চলে আসছে। এজন্য এটা আমি ছাড়তে পারছি না। এবং অনেক সময় মনেও থাকেনা যে আমি এই অপরাদটা করছি। আমি এ থেকে কিভাবে বাঁচব দয়াকরে জানাবেন এবং এটা কি বড় কোনো গুনাহ কিনা সেটাও জানাবেন। জাজাকুমুল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অনাচ্ছিকৃত এমন হলে আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন। তবে আপনি চিন্তা করবেন, আল্লাহ তায়ালা সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে নয়। আর ইবাদতে মনোযোগ দিবেন। হারাম-হালাল মেনে চলেবেন, ফরজ-ওয়াজিব কাজগুলো অবশ্যই আদায় করবেন। চিন্তা না করে কর্মের প্রতি অধিক মন দিবেন। আর আল্লাহর কাছে দুআ করবেন।