As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6589
আস-সালামু আলাইকুম। শায়েখ, ফজরের জামাতের সময় নিয়ে এরূপ কি কোন হাদিস আছে যে সূর্য উদয়ের ২৩ মিনিট আগে জামাত শেষ করতে হবে।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6589

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শায়েখ, ফজরের জামাতের সময় নিয়ে এরূপ কি কোন হাদিস আছে যে সূর্য উদয়ের ২৩ মিনিট আগে জামাত শেষ করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হাদীসে মিনিটের কোন সংখ্যা ‍উল্লেখ থাকে না। তবে বিভিন্ন হাদীস দ্বারা ‍বুঝা যায় রাসূলুল্লাহ সা. সূর্য উদিত হওয়ার বেশ খানিকটা আগে জামাতে শেষ করতেন। সেই হিসেবে সূর্যোদয়ের ২০ বা আরো বেশী মিনিট আগে জামাত শেষ করা সুন্নাহ বলা যেতে পারে।