As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6587
আস-সালামু আলাইকুম। আমি একটি অফিসে ব্যাবস্থপক পদে কর্মরত আছি। কাজের ফাঁকে সময় পেলে আমি কুরআন -হাদিস চর্চা করি। আল্লাহর রহমতে দায়িত্বে অবহেলা করার চেষ্টা করিনা। এখানে  কুরআন -হাদিস , ইসলামি বই, পেপার -পত্রিকা এবং যিকির -আযকার করার যথেষ্ট সুযোগ আছে। যদি এসব না করি তহলে কাজের ফাকে চুপচাপ বসে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6587

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একটি অফিসে ব্যাবস্থপক পদে কর্মরত আছি। কাজের ফাঁকে সময় পেলে আমি কুরআন -হাদিস চর্চা করি। আল্লাহর রহমতে দায়িত্বে অবহেলা করার চেষ্টা করিনা। এখানে  কুরআন -হাদিস , ইসলামি বই, পেপার -পত্রিকা এবং যিকির -আযকার করার যথেষ্ট সুযোগ আছে। যদি এসব না করি তহলে কাজের ফাকে চুপচাপ বসে থাকতে হবে। এটা জায়েয হবে কিনা? জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কাজের যদি কোন ক্ষতি না হয়, তাহলে অফিসে বসে আপনি অলস সময়গুলো ইসলামী জ্ঞান অর্জনের কাজে লাগাতে পারেন, যিকির-আযকার করতে পারেন, এতে কোন সমস্যা নেই।