As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6585
আস-সালামু আলাইকুম। কুরআনের সুরা মখস্থ করার ক্ষেত্রে সিজদার আয়াতগুলা মুখস্থ করার সময় সিজদা কিভাবে করতে হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6585

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। কুরআনের সুরা মখস্থ করার ক্ষেত্রে সিজদার আয়াতগুলা মুখস্থ করার সময় সিজদা কিভাবে করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুখস্ত করার জন্য এক জায়গায় বসে যতবারই একটি সাজদার আয়াত পড়ুন না কেন একবার সাজদা দিতে হবে। একই সাজদার আয়াত এক বৈঠকে বহুবার পড়লেও একবার সাজদা করলেই যথেষ্ট হবে।