As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6571
সেনাবাহিনীর চাকরিতে টাখনুর নিচে ইউনিফর্ম পরানো হয়। আবার অনেক সময় হাফ প্যান্ট ইউনিফর্ম পরানো হয়। শেভ করানো হয়। এমতাবস্থায় একজন তরুণ যে দেশের সেবার জন্য মুসলিমদের জন্য কাজ করতে সেনাবাহিনীতে যেতে চায় তার কি করণীয়। তার কি সেনাবাহিনীর চাকরির দিকে না গিয়ে অন্য চাকরি খোঁজা উচিত?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6571

প্রশ্ন

সেনাবাহিনীর চাকরিতে টাখনুর নিচে ইউনিফর্ম পরানো হয়। আবার অনেক সময় হাফ প্যান্ট ইউনিফর্ম পরানো হয়। শেভ করানো হয়। এমতাবস্থায় একজন তরুণ যে দেশের সেবার জন্য মুসলিমদের জন্য কাজ করতে সেনাবাহিনীতে যেতে চায় তার কি করণীয়। তার কি সেনাবাহিনীর চাকরির দিকে না গিয়ে অন্য চাকরি খোঁজা উচিত?

উত্তর

যে চাকুরি করতে গিয়ে ইসলামী বহির্ভূত কাজ করতে হয় সে চাকুরী থেকে অন্য চাকুরী বা কাজ যেখানে ইসলামী বিধি বিধান পূর্ণাঙ্গভাবে মানা যায় সেটা অবশ্যই উত্তম। তবে অনিচ্ছা সত্ত্বেও যদি কোন মুসলিম তরুন সেনাবাহীনিতে যোগ দিয়ে এমন গোনাহের কাজ কাজ করতে বাধ্য হয় তাহলে আশা করি আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এর জন্য দায়ী থাকবে সরকার ও সেনা কর্তৃপক্ষ। একটি মুসলিম দেশের সেনাবাহীনিতে এমন নিয়ম খুবই দুর্ভাগ্যজনক।