As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6566
আপন ভাই যদি ছয় মাস যাবত কথা না বলেন, সেই বিদেশে থাকায় সে কল করলেও রিসিভ করে না অন্যান্য সোশ্যাল মিডিয়াও থেকেও আমাদেরকে সবাইকে ব্লক করে দিয়েছে। ২ ঈদ মিলে শুধু ঈদ মোবারক ইমেইল পাঠায়। আমাদেরকে বলে দিয়েছে দরকার না হলে কোন কল কিংবা sms না দিতে। এখন এক্ষেত্রে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6566

প্রশ্ন

আপন ভাই যদি ছয় মাস যাবত কথা না বলেন, সেই বিদেশে থাকায় সে কল করলেও রিসিভ করে না অন্যান্য সোশ্যাল মিডিয়াও থেকেও আমাদেরকে সবাইকে ব্লক করে দিয়েছে। ২ ঈদ মিলে শুধু ঈদ মোবারক ইমেইল পাঠায়। আমাদেরকে বলে দিয়েছে দরকার না হলে কোন কল কিংবা sms না দিতে। এখন এক্ষেত্রে তো আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারছি না, তো এই ক্ষেত্রে কি আমার গুনাহ হবে, আমার আমল কবুল হবে না? এবং আমার কি করনীয়।

উত্তর

আপনি নিজ থেকে কারো সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনার সাথে কেউ যদি ছিন্ন করে তাহলে তার দায় তার। সে গোনহগার হবে। আপন ভাইয়ের এমন আচরণ গ্রহনযোগ্য নয়, তবে যদি এর পিছনে অন্য কারো ভূমিকা থাকে তাহলে সেটা বিবেচনায় নিয়ে সম্পর্ক উন্নতির জন্য চেষ্টা করবেন।