As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6565
পুরুষের জন্য রেশম বা স্বর্ন নিষিদ্ধ কেননা সেটি সে সময় এর দামি বস্তু ছিল, যা দিয়ে অহমিকা প্রকাশ পেত, তাহলে এখন ও কি লাখ লাখ টাকা খরচ করে জামা কাপড় কিংবা এমন কোন বস্তু কেনা কি বৈধ হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6565

প্রশ্ন

পুরুষের জন্য রেশম বা স্বর্ন নিষিদ্ধ কেননা সেটি সে সময় এর দামি বস্তু ছিল, যা দিয়ে অহমিকা প্রকাশ পেত, তাহলে এখন ও কি লাখ লাখ টাকা খরচ করে জামা কাপড় কিংবা এমন কোন বস্তু কেনা কি বৈধ হবে?

উত্তর

জ্বী, হালাল টাকা হলে দামী কাপড় পরতে, দামী জিনিস ব্যবহার করা বৈধ। তবে অহংকার বৈধ নয়, সর্বাবস্থায় অহংকার অবৈধ।