As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6552
কুরআন মনে মনে মুখস্ত করতে করতে রাস্তা দিয়ে মানুষ গেলে যদি আয়াত শেষ না হয় তাহলে সালাম দিবো? আর শুয়ে শুয়ে কি সূরা তিলাওয়াত করতে পারবো?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6552

প্রশ্ন

কুরআন মনে মনে মুখস্ত করতে করতে রাস্তা দিয়ে মানুষ গেলে যদি আয়াত শেষ না হয় তাহলে সালাম দিবো? আর শুয়ে শুয়ে কি সূরা তিলাওয়াত করতে পারবো?

উত্তর

সম্ভব হলে আয়াত শেষ করে সালাম দিবেন। সম্ভব না হলে সালাম দিয়ে আয়াতের বাকী বংশ পড়বেন। আর শুয়ে কুরআন তেলাওয়াত করা বৈধ।