As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6551
সমাজে প্রচলিত আছে যে মৃতের বাড়ি থেকে আসলে ছুত লাগে, যেমন নবজাতক বাচ্চাদের কোলে নেওয়া যাবেনা, বিষয়টি কি সঠিক? গোসল করে বা আগুনে শরীর বা পা সেকে ধরতে হবে এরকম কিছু নিয়ম চালু আছে। এ বিষয়ে ইসলাম কি বলে। পুরুষ বা মহিলা যে কারো গোসল ফরজ হলে অন্যের নবজাতক

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6551

প্রশ্ন

সমাজে প্রচলিত আছে যে মৃতের বাড়ি থেকে আসলে ছুত লাগে, যেমন নবজাতক বাচ্চাদের কোলে নেওয়া যাবেনা, বিষয়টি কি সঠিক? গোসল করে বা আগুনে শরীর বা পা সেকে ধরতে হবে এরকম কিছু নিয়ম চালু আছে। এ বিষয়ে ইসলাম কি বলে।

পুরুষ বা মহিলা যে কারো গোসল ফরজ হলে অন্যের নবজাতক বাচ্চাদের ধরা যাবেনা এতে ছুত লাগতে পারে, এতে বাচ্চা কান্নাকাটি বিভিন্ন সমস্যা হতে পারে এরকম বলে এ বিষয়ে ইসলাম কি বলে?

উত্তর

যে দুটো বিষয় উল্লেখ করেছেন দুটোই কুসংস্কার। মৃতের বাড়ি থেকে এসে বাচ্চাদের কোলে নিতে বা স্পর্শ করতে কোনও সমস্যা নেই। তেমনি গোসল ফরজ অবস্থাতেও নিজের বাচ্চা, অন্যের বাচ্চা সবাইকে ধরা যাবে, স্পর্শ করা যাবে। ইসলামে কোন নিষেধাজ্ঞা।