As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6550
আস-সালামু আলাইকুম। জনাব, আমি একটি বাসায় টিউটর হিসেবে কাজ করি। আমি মাঝে মাঝে তাদের অনুমতি ছাড়া তাদের বাসার ওয়াই ফাই ইউজ করি, এতে কি আমার পাপ হবে? উল্লেখ্য, আমি এই জন্য অনুমতি নিতে যাইনা যে ঐ বাসার অন্যান্য সেবা তো বিনা অনুমতিতে ব্যবহার করি যেমন, ইলেক্ট্রিসিটি ও ওয়াশরুম ইত্যাদি।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6550

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। জনাব, আমি একটি বাসায় টিউটর হিসেবে কাজ করি। আমি মাঝে মাঝে তাদের অনুমতি ছাড়া তাদের বাসার ওয়াই ফাই ইউজ করি, এতে কি আমার পাপ হবে? উল্লেখ্য, আমি এই জন্য অনুমতি নিতে যাইনা যে ঐ বাসার অন্যান্য সেবা তো বিনা অনুমতিতে ব্যবহার করি যেমন, ইলেক্ট্রিসিটি ও ওয়াশরুম ইত্যাদি। এবং এটা খুবই স্বাভাবিক।

উত্তর

ওয়াআলাইকুমুস সালাম। অনুমতি নিয়ে ওয়াই ফাই  ব্যবহার করবেন। অন্যান্য সেবা ব্যবহার তারা দেখেছে, ওয়াই ফাই ব্যবহার তারা দেখেছে না, তাই বিভ্রান্তি এড়াতে তাদেরকে ওয়াই ফাই ব্যবহারের বিষয়টি বলবেন।