As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 654

আদব আখলাক

প্রকাশকাল: 14 Nov 2007

প্রশ্ন

কোন বিবাহিত মেয়ে যদি তার কওমি মাদ্রাসার হুজুরদের সাথে হাস্য রসিকতা করে তবে কি ঐ মেয়ের স্বামী দাইয়ুস হবে? এক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামী কি ঐ মেয়েকে মাদ্রাসায় পড়ানো বাদ দেওয়াবে? জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

কওমী, আলীয়া, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই হোক কোন মুসলিম প্রাপ্ত বয়স্ত মেয়ের জন্য গায়রে মাহরাম কোন পুরুষের সাথে হাস্য-রসিকতা জায়েজ নেই। কেউ এমন করলে তা থেকে বিরত রাখতে যা যা করার তা করতে হবে। আপনার প্রশ্নের উ্ত্তরে বলছি, আপনি পড়ানো বাদ দিতে পারেন।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।