As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 655

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Nov 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই আমার একটি প্রশ্ন, আমাদের দেশে প্রচলিত আছে যে, ঔষধ খাওয়ার সময়ে আল্লাহু সাফি আল্লাহু মাফ বলা । এটা কি ঠিক? জানামতে আল্লাহু মাফি অর্থ নাই (নাউযুবিল্লাহ) প্লিজ দয়া করে দিন

উত্তর

ওয়া আলাকুমুস সালাম। হাদীসে কোথাও নেই ঔষুধ খাওয়ার সময় এমন বলতে হয়। এটা একটা বানোয়াট আমল। তবে আল্লাহ তো শাফী অবশ্যই।