As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6525
Assalamoalikom হুজুর বোর্ড পরীক্ষার  হলে শিক্ষকরা অনেক কোনো নকল দেয় সেটা গ্রহন করা কি জায়েজ? কলেজের প্রাইভেট সার পরীক্ষার পূর্বে প্রাইভেটে কিছু  সাজেশন দেয় যা হুবুহু কলেজের সাধারণ পরীক্ষায় আসে  কারণ ঐ প্রশ্নটা ঐ প্রাইভেট সার ই তৈরি করে অর্থাৎ এটাও একধরনের নকল।   ঐ সাজেশন থেকে পড়া কিংবা ঐ

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6525

প্রশ্ন

Assalamoalikom হুজুর বোর্ড পরীক্ষার  হলে শিক্ষকরা অনেক কোনো নকল দেয় সেটা গ্রহন করা কি জায়েজ? কলেজের প্রাইভেট সার পরীক্ষার পূর্বে প্রাইভেটে কিছু  সাজেশন দেয় যা হুবুহু কলেজের সাধারণ পরীক্ষায় আসে  কারণ ঐ প্রশ্নটা ঐ প্রাইভেট সার ই তৈরি করে অর্থাৎ এটাও একধরনের নকল।   ঐ সাজেশন থেকে পড়া কিংবা ঐ সাজেশন কারো কাছ থেকে সংগ্রহ করা জায়েজ হবে?

উত্তর

সরাসরি নকল দেয়া এবং সাজেশনের নামে নকল দেয়া উভয়টিই গুরুতর অপরাধ। এই ধরণের কাজ সম্পূর্ণ না জায়জ। সুতরাং নকল করা এবং নকল সরবরাহ করা পরিহার করতে হবে।