মসজিদ কে কি খোদাখানা বলা যাবে? বললে কি গুনাহ হবে?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6524
মসজিদ কে কি খোদাখানা বলা যাবে? বললে কি গুনাহ হবে?
ইসলামী পরিভাষায় যে ঘরকে মুসলিমরা সালাত তথা নামায আদায় করার জন্য তৈরী করে সেটাকে মসজিদ বলা হয়। বিশ্বব্যাপী মসজিদ বলতে মুসলিমদের ইবাদতের স্থানকে বুঝানো হয়। এখন নতুন করে এর অন্য কোন নাম দেয়ার কোন সুযোগ নেই। খোদাখানা বা এজাতীয় নাম দ্বারা কোনভাবেই মসজিদকে সংজ্ঞায়িত করা যাবে না। মসজিদকে মসজিদই বলতে হবে। অন্য কিছু বলা যাবে না।