As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6523
আস-সালামু আলাইকুম শায়েখ আশা করছি ভালো আছেন?  আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  শায়েখ আমার একটি জিজ্ঞেসা ছিল, আর সেটা হলো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি গত কয়েক মাস হয়েছে,  এমতাবস্থায় আমার স্ত্রী বলছে যে,  স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না করে সন্তান নেওয়া যায় না। একথা কি কুরআন ও হাদিস

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6523

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ আশা করছি ভালো আছেন?  আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।  শায়েখ আমার একটি জিজ্ঞেসা ছিল, আর সেটা হলো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি গত কয়েক মাস হয়েছে,  এমতাবস্থায় আমার স্ত্রী বলছে যে,  স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না করে সন্তান নেওয়া যায় না। একথা কি কুরআন ও হাদিস সম্মত? উল্লেখ্য আমার এখন সামর্থ্য না থাকাতে  আমি তার কাছে ৬ মাস বা ১ বছরের সময় নিয়েছি যে, আমি তার  দেন মোহরের টাকা পরিশোধ করে দিবো। আমার স্ত্রীও সময় দিয়েছে। এখন এমতাবস্থায় আমরা কি সন্তান নিতে পারবো? আর নিলেও কি কোনো সমস্যা বা গুনাহ হবে কি? কুরআন ও হাদিসের উপযুক্ত সমাধান দিলে খুবই উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্ত্রীর কথাটি সঠিক নয়। দেনমোহর পরিষোধ না হলেও সন্তান গ্রহণে কোন সমস্যা নেই। যত তাড়াতাড়ি সম্ভব মোহর দিয়ে দিবেন।