As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6519
আস-সালামু আলাইকুম, শায়েখ আশা করছি ভালো আছেন, আমার প্রশ্নটি হলো, বিদায় হজ্জের ভাষণে রাসূলে কারীম সাঃ বলেন: فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ অর্থঃ তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান পরষ্পরের জন্য হারাম (সম্মানিত) এটা বিস্তারিত ব্যাখ্যা সহ জানালে উপকৃত হতাম

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6519

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, শায়েখ আশা করছি ভালো আছেন, আমার প্রশ্নটি হলো, বিদায় হজ্জের ভাষণে রাসূলে কারীম সাঃ বলেন: فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ অর্থঃ তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান পরষ্পরের জন্য হারাম (সম্মানিত) এটা বিস্তারিত ব্যাখ্যা সহ জানালে উপকৃত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রক্ত হারাম হওয়ার অর্থ হলো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, আঘাত করতে পারবে না। সম্পদ হারাম হওয়ার অর্থ হলো কেউ কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না।

সম্মান হারাম হওয়ার অর্থ হলো কেউ কাউকে অপমানজনক কোন কথা বলতে পারবে না। কেউ অপমান হয়, কারো সম্মানহানী হয়ে এমন কোন কাজ কারো সাথে করা যাবে না।