As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6517
আস-সালামু আলাইকুম। আমি কিছু টাকা আরেকজনের কাছে আমানত রাখি এবং তাকে এই অনুমতি দেই যে সে তার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবে। তারপর সে আমাকে অবগত করে টাকাগুলি ইসলামি ব্যংকে রেখে দেয়। এখন সে ঐ  টাকা থেকে কিছু প্রফিট পেয়েছে। এখন কি সে এই প্রফিটের টাকা ভোগ করতে পারবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6517

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি কিছু টাকা আরেকজনের কাছে আমানত রাখি এবং তাকে এই অনুমতি দেই যে সে তার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবে। তারপর সে আমাকে অবগত করে টাকাগুলি ইসলামি ব্যংকে রেখে দেয়। এখন সে ঐ  টাকা থেকে কিছু প্রফিট পেয়েছে। এখন কি সে এই প্রফিটের টাকা ভোগ করতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লাভের টাকার মূল মালিক আপনি। আপনি যদি সেই টাকাগুলো তাকে উপহার হিসেবে দিয়ে দেন তাহলে সে ভোগ করতে পারবে।