আমি একজন ছাত্র। আমি বর্তমানে ইউরোপ এর একটি দেশে পড়াশোনা করতেছি। আমি যেখানে আসি সেখানে হালাল জিনিস কম পাওয়া যায় খাবারের জন্য, আমি একটা সুপারমল থেকে মুরগির মাংস নিয়ে খাই যদিও এইসব ইহুদিদের দোকান, আমি জানতে চাচ্ছি যে এই মুরগির মাংস খাওয়া হালাল হবে নাকি হারাম, আমি শুনেছি যে আল্লাহর নাম ছাড়া কিছু জবাই করলে এটা খওয়া হারাম, কিন্তু উনারা এইগুলা মিশিন দিয়ে জবাই করে?