As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6513
আমি একজন ছাত্র। আমি বর্তমানে ইউরোপ এর একটি দেশে পড়াশোনা করতেছি। আমি যেখানে আসি সেখানে হালাল জিনিস কম পাওয়া যায় খাবারের জন্য, আমি একটা সুপারমল থেকে মুরগির মাংস নিয়ে খাই যদিও এইসব ইহুদিদের দোকান, আমি জানতে চাচ্ছি যে এই মুরগির মাংস খাওয়া হালাল হবে নাকি হারাম, আমি শুনেছি যে

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6513

প্রশ্ন

আমি একজন ছাত্র। আমি বর্তমানে ইউরোপ এর একটি দেশে পড়াশোনা করতেছি। আমি যেখানে আসি সেখানে হালাল জিনিস কম পাওয়া যায় খাবারের জন্য, আমি একটা সুপারমল থেকে মুরগির মাংস নিয়ে খাই যদিও এইসব ইহুদিদের দোকান, আমি জানতে চাচ্ছি যে এই মুরগির মাংস খাওয়া হালাল হবে নাকি হারাম, আমি শুনেছি যে আল্লাহর নাম ছাড়া কিছু জবাই করলে এটা খওয়া হারাম, কিন্তু উনারা এইগুলা মিশিন দিয়ে জবাই করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আল্লাহর নাম বাদে অন্য কোন নামে জবেহ করলে সেটা খাওয়া হালাল নয়। অমুসলিম যদি মুশরিক তথা মূর্তিপূজক, অগ্নিপূজনক হয়, তাহলে তার জবেহ করা কোন কিছু খাওয়া হালাল হবে না। ইহুদী ও খৃষ্টান হলে দুটি শর্তে খাওয়া জাযেজ হবে। ১। মুসলিমদের মতো পশুর প্রয়োজনীয় অংগগুলো কেটে জবেহ করতে হবে। ২। আল্লাহর নামে জবেহ করবে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করবে না। যেমন, ঈসা আ. এর নামে জবেহ করলে খাওয়া হালাল হবে না । আর যদি জানা না যায় আল্লাহর নামে অর্থাৎ বিসমিল্লাহ পড়ে জবেহ করেছে নাকি না পড়ে জবেহ করেছে তাহলে খাওয়া হালাল হবে। বিসমিল্লাহ বলে খেতে হবে। عَنْ عَائِشَةَ أَنَّ قَوْمًا قَالُوا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم إِنَّ قَوْمًا يَأْتُونَنَا بِاللَّحْمِ لاَ نَدْرِي أَذَكَرُوا اسْمَ اللهِ عَلَيْهِ أَمْ لاَ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم سَمُّوا اللهَ عَلَيْهِ وَكُلُوهُ  ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত যে, কিছু সংখ্যক লোক বলল, হে আল্লাহর রাসূল! বহু লোক আমাদের কাছে গোশত নিয়ে আসে আমরা জানি না, তারা বিসমিল্লাহ পড়ে যবহ করেছিল কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এর উপর আল্লাহর নাম লও এবং তা খাও (ওয়াসওয়াসার শিকার হয়ো না)। সহীহ বুখারী, হাদীস নং ২০৫৭

ইউরোপ বা আমেরিকায় সাধারণত ইহুদী বা খৃষ্টানরা জবেহ করেন। সুতরাং যদি জান না যায় তারা বিসমিল্লাহ পড়েছে কিনা তবুও সেখানে যেসব মুসলিম যান তাদের জন্য এই গোশত খাওয়া জায়েজ। তবে যদি কোনভাবে জানা যায় আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহ করেছে তাহলে সেটা খাওয়া জায়েজ হবে না।