As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6499
আস-সালামু আলাইকুম, আমরা 2 ভাই ও বাবা মিলে শরিকে একটা গরু কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6499

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমরা 2 ভাই ও বাবা মিলে শরিকে একটা গরু কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সমান দেওয়াটা নিয়ম। তবে যদি কেউ টাকা কম দেয় অন্যজন তার পক্ষ থেকে সেটুকু পূরণ করে দেয় তাহলে সমস্যা নেই।