As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6498
আসসালামু আলাইকুম, একটি সরকারি দপ্তরে চাকুরির সুবাদে কিছু অবৈধ টাকা আমার কাছে আসে। উক্ত টাকা মূল বরাদ্দকারী মন্ত্রনালয়ের কোডে ফেরত দেওয়ার সুযোগ আছে। টাকাগুলো আমার গ্রামের অসহায় দরিদ্র মানুষকে দান করব, নাকি বরাদ্দকারী মন্ত্রনালয়ের কোডে ফেরত দেব?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6498

প্রশ্ন

আসসালামু আলাইকুম, একটি সরকারি দপ্তরে চাকুরির সুবাদে কিছু অবৈধ টাকা আমার কাছে আসে। উক্ত টাকা মূল বরাদ্দকারী মন্ত্রনালয়ের কোডে ফেরত দেওয়ার সুযোগ আছে। টাকাগুলো আমার গ্রামের অসহায় দরিদ্র মানুষকে দান করব, নাকি বরাদ্দকারী মন্ত্রনালয়ের কোডে ফেরত দেব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।  বরাদ্দকারী মন্ত্রনালয়ের কোডে ফেরত দিবেন।