As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6470
আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরকার কতৃক আমার জন্য কোনো আবাসন বরাদ্দ নেই কিন্তু আবাসন বাবদ বেতনের সাথে টাকা পাই। এমতাবস্থায় ঐ

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6470

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি সরকারি চাকুরি করি। আমার অফিসে বেশকিছু ফাঁকা রুম রয়েছে। আমি আমার অফিসের বসকে বলে একটা রুমে অনেকদিন ধরে বসবাস করছি এবং বিদ্যুত বিল বাবদ ৫০০/- করে দিয়ে আসছি। উল্লেখ্য সরকার কতৃক আমার জন্য কোনো আবাসন বরাদ্দ নেই কিন্তু আবাসন বাবদ বেতনের সাথে টাকা পাই। এমতাবস্থায় ঐ রুমে অবস্থান করা কি বৈধ হচ্ছে এবং এযাবত আবাসন বাবদ প্রাপ্ত টাকা কি যায়েজ হচ্ছে? যদি নাজায়েজ হয়ে থাকে, পরিত্রাণের উপায় জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যেহেতু আবাসান বাবদ টাকা পান তাই অফিসের রুম ছেড়ে দিয়ে অন্য কোথাও থাকবেন। আর অফিসের রুম যদি ভাড়া নিয়ে থাকার ব্যবস্থা থাকে তাহলে ভাড়া নিয়ে থাকতে পারেন।  শুধু অফিসের বসের অনুমতি নিয়ে সরকারী বাড়িতে থাকা ঠিক হবে না, তিনি এখানে বসবাসের অনুমতি দেয়ার বৈধ অধিকার রাখেন না। কারণ এই রুমগুলো সরকারী কাজের জন্য, বসবাসের জন্য নয়।