As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6469
মাসিক অবস্থায় দুর থেকে বসে কোন বস্তুর সাহায্যে কায়দাই অক্ষর দেখিয়ে পড়ানো যাবে কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6469

প্রশ্ন

মাসিক অবস্থায় দুর থেকে বসে কোন বস্তুর সাহায্যে কায়দাই অক্ষর দেখিয়ে পড়ানো যাবে কি?

উত্তর

জ্বী, যাবে। শুধু কুরআন শরীফ তেলাওয়াত করা যাবে না। অন্যান্য আরবী পড়া যাবে, আরবী শেখানোও যাবে।