আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 638

নামায

প্রকাশকাল: 29 অক্টো. 2007

প্রশ্ন

সময় কম থাকায় যোহর সালাতের ফরজের আগে ২ রাকাত নামাজ পরের ২ রাকাতের পরে পরে ২ রাকাত পরলে জোহরের আগের ৪ রাকাত আদায় হবে কিনা?

উত্তর

আপনি এভাবে পড়তে পারেন, কোন সমস্যা নেই। তবে ঐ চার রাকআত আদায় করতে চাইলে পরে চার রাকআত একবারে আদায় করতে হবে।