As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 637
আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোনা করছি এবং অন্য অন্য কাজে ব্যয় করছি। আমার ব্যাংক এ ১ লাক্ষ টাকার মত আছে গত ১ বছর যাবত। আমার কি

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 637

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র। একটি বেসরকারি ইউনিভার্সিটিরে পড়াশোনা করছি। আমি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। এতে আলহামদুল্লিহ আমি মোটামুটি ভালোই টাকা আয় করি। এই টাকা দিয়ে আমি পড়াশোনা করছি এবং অন্য অন্য কাজে ব্যয় করছি। আমার ব্যাংক এ ১ লাক্ষ টাকার মত আছে গত ১ বছর যাবত। আমার কি এই ১ লাক্ষ টাকার যাকাত দিতে হবে। আমার যে টাকা আছে তাতে ৭.৫ ভরি সোনার মূল্য হয় না কিন্তু ৫২.৫ তোলা রূপার মূল্য মনে হয় হবে। ১। যদি আমার যাকাত প্রদান করতে হয় তাহলে কত টাকা যাকাত দিতে হবে? আর যাকাতের নিয়ম টা হাদিসের আলোকে বিস্তারিত জানতে চাই। ২। ব্যাংক এ টাকা থাকলে বছরে একটা সুদ আছে। আমি সেটা হিসাব করে রাখি। এই সুদের টাকা আমি কোথায় দান করবো? মসজিদের কি দান করা যাবে? ৩। বিদেশ থেকে টাকা অনলে ব্যাংক গুলো রেমিটেন্স দেয় এই রেমিটেন্স এর টাকা হালাল না হারাম?
যাযাকাল্লাহ খায়ের

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে যাকাত দিতে হবে। একশ টাকাতে আড়াই টাকা হিসাব করে যাকাত দিতে হবে। ব্যাংকের সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবেন, মসজিদে দেয়া যাবে না। আপনার তৃতীয় প্রশ্নটি স্পষ্ট নয়। স্থানীয় কোন আলেমের কাছে থেকে জেনে নিন।