As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6349

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 Jun 2023

প্রশ্ন

আমার বাবা ২০ লাখ টাকার ব্যাংক ডিপোসিট করেছে এর মধ্যে আমাদের প্রায় ১০ লাখ টাকার মতো ঋন রয়েছে। এখন আমাদের কি বাকি ১০ লাখ টাকার যাকাত প্রদান করতে হবে? তবে আমাদের কোনো বার্ষিক ইংকাম নেই, দুঃখজনক ২০ লাখ টাকার ডিপোসিটে ৩ মাস পর ৪৯ হাজার টাকা আসে। এই ছাড়া হালাল দিক থেকে ভালো এ্যামাউন্টের কোনো ইংকাম নাই পারিবারিক ভাবে!

উত্তর

টাকা যেহেতু আছে, ঋনটা পরিষোধ করে দিন। টাকা থাক অবস্থায় এভাবে ঋন রাখা অন্যায়। আর ১০ লাখ টাকার যাকাত প্রদান করতে হবে। আর হারাম খাওয়া এখনই ছাড়তে হবে। হারাম ভোগ করে কোন ইবাদত কাজে আসবে না। যে কোন উপায়ে হোক হালাল খেতে হবে।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।