As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6350
আস-সালামু আলাইকুম, সুদভিত্তির এনজিও চালায় এমন একজন ব্যক্তি মসজিদে ইফাতার দিলে তার ইফতার খাওয়া যাবে কি?

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6350

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, সুদভিত্তির এনজিও চালায় এমন একজন ব্যক্তি মসজিদে ইফাতার দিলে তার ইফতার খাওয়া যাবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তার ইফতার খাওয়া মানে সামাজিকভাবে তার কাজকে উৎসাহিত করা, খারাপ কাজে তাকে সহযোগিতা করা। সুতরাং তার ইফতার খাওয়া যাবে না।