As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6335

গুনাহ

প্রকাশকাল: 4 Jun 2023

প্রশ্ন

রোজা অবস্থায় লজ্জাস্থানে চুলকানির মলম লাগাতে গিয়ে হঠাৎ অনিচ্ছাকৃত বীর্যপাত হয়ে গেলে করণীয় কী?

উত্তর

যেহেতু লজ্জাস্থানে বারংবার হাত লাগানোর ফলে বীর্জপাত হয়েছে তাই রোজা ভেঙ্গে গেছে। উক্ত রোজাটি কাজা করে নিবেন। রোজা ভেঙ্গে গেলেও দিনের বাকী অংশে পানাহার করতে পারবেন না। শুধু কাজার করতে হবে, কাফফারা দেয়া লাগবে না।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।