As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6334

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। যখন একাকী নামাজ পরবো তখন কি সূরা ফাতেহার শেষে আমিন বলা লাগবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, একাকী নামায পড়ার সময়ও সূরা ফাতিহার শেষে আমীন বলতে হবে।