As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6293

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি একজন হিন্দু ছেলেকে ভালোবাসি এবং আমি তাকে বিবাহ করতে চাই। এখন ইসলামে অমুসলিমকে বিবাহ করা হারাম। সেজন্য তাকে আমি ইসলামের দাওয়াত দিতে চাই। আমি সাধারণ মুসলমান তাকে কিভাবে ইসলামের দাওয়াত দিবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে নানাভাবে মানুষেকে ভালো সেজে বিপদগামী করে। আপনিও সেই বিপদে পড়েছেন। একজন মুসলিম তরুনীর জন্য কিছুতেই বৈধ নয় যে, সে নিয়ম করে কোন নন মাহরাম পুরুষকে ইসলামের দাওয়াত দিবে। হঠাৎ যদি কোন উপলক্ষ্য তৈরী হয় ইসলামের কথা বলার, ভালো কথা বলার তাহলে ভিন্ন কথা। দ্বিতীয়ত বিবাহপূর্ব কোন ভালোবাসার বৈধতা ইসলামে নেই। । ভিন্ন ধর্মের কোন মানুষকে বিবাহ করা সম্পূর্ণ হারাম। সুতরাং চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার যে পথে আপনি অগ্রসর হয়েছেন, জাহান্নামের আগুনকে ভয় করে সে পথ থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। তাকে ইসলামের দাওয়াত দেয়ারও দরকার নেই, তার সাথে কোন সম্পর্ক রাখারও দরকার নেই।