আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6292

জায়েয

প্রকাশকাল: 22 এপ্রিল 2023

প্রশ্ন

শায়েখ আমার একটা প্রশ্ন ছিল সেটা হলো হাঁটুর উপরে প্যান্ট/ লুঙ্গি কিছুটা অংশ ছেঁড়া বা ফুটা থাকলে নামাজ হবে কিনা জাযাকাল্লাহু খায়রান

উত্তর

না, হাঁটুর উপরের অংশ আলগা রেখে নামায হবে না। অসাবধাণতার কারণে হয়ে গেলে দ্রুত ঢেকে ফেলতে হবে।