আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 627

তাওহীদ

প্রকাশকাল: 18 অক্টো. 2007

প্রশ্ন

আল্লাহ্ শব্দের বাদ দিয়ে আমরা বলি আল্লা। এমন আরও অনেক শব্দ আছে যেমন-বিসমিল্লাহ্ এর জায়গায় বলি বিসমিল্লা, আলহামদুলিল্লাহ্ এর জায়গায় বলি আলহামদুলিল্লা, সুবহানাল্লহ এর জায়গায় বলি সুবহানাল্ল ইত্যাদি। এমন বললে কি গুনাহ হবে না?

উত্তর

ইচ্ছা করে এমন করা উচিত হবে না। এভাবে উচ্চারণ করলে সুবহানাল্লাহ এবং জাতীয় অন্যান্য শব্দ বললে যে সওয়াব হয় তা পাওয়া যাবে না। আল্লাহ শব্দের ক্ষেত্রে ইচ্ছাকৃত এমন করা অবশ্যই গুনাহ । তবে না জেনে কে্উ এমন করলে আশা করা যায় তিনি গুনাহগার হবেন না।