আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 626

নামায

প্রকাশকাল: 17 অক্টো. 2007

প্রশ্ন

সালাতে প্রথম রাকাতে কি সূরা নাস পড়া যাবে না? অর্থাৎ শেষের দিকের সূরা কি আগে পড়া যায় না? ধরুন, দুই রাকাত সালাত আদায় করছি। আর এই দুই রাকাতে সূরা ফালাক এবং সূরা নাস পড়বো। আর এই ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফালাক ও দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়তে হবে। ব্যাপারটা কি এই রকম। সূরা মিলানোর ব্যাপারে বিস্তারিত দলিলসহ জানাবেন।

উত্তর

প্রথম রাকআতে সূরা নাস পড়লে নামাযের তেমন কোন ক্ষতি হবে না। ফকীহগণ মাকরুহ বলেছেন। তবে নি:সন্দেহ হয়ে যাবে । কুরআনের যে কোন সূরা পড়লেই নামায হবে। সূরা মিলানোর জন্য আলাদা কোন দলীল প্রমান লাগবে না।