As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6255

প্রশ্ন

মসজিদের ইমাম দ্রুত তারাবি পড়ালে বলার পরেও যদি না শুনে তখন করণীয় কী?

উত্তর

যে মসজিদে ইমাম সাহেবে ধীরে ধীরে সুন্দর করে কুরআন পড়ে, রুকু-সাজদা দেয় সেই মসজিদে চলে যাবেন। যদি সম্ভব না হয় বাড়িতে নিজে নিজে যতটুুকু পারেন সুন্দর করে নামায আদায় করবেন।