সংসার করার কারণে ৫ লাখ টাকা আপনাকে শোধ করতে হবে। বিয়ের আগে চিন্তা ভাবনা করে মোহরানা নির্ধারণ করতে হয়ে। এখন সে যেহেতু ডিভোর্স চায় সুতরাং সে খোলা তালাক গ্রহন করবে। এতে তার পক্ষ থেকে কিছু টাকা আপনাকে দিতে হবে। এসব বিষয় আদালতের মাধ্যমে ফয়সালা হয়ে থাকে। আপনি একজন ভালো আইনজীবির সাথে কথা বলে আদালতের দারস্থ হন। আর দুআ করুন, এই পরিস্থিতি থেকে যেন আল্লাহ আপনারক উদ্ধার করেন।