আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ, আমার বাড়ি খুলনা। গাজীপুরে চাকুরী করি, বিবাহ করেছি নরসিংদীর মেয়ে, বিবাহের পরে আমার অনিচ্ছা সত্বেও ব্যাধ্য হয়ে তাকে চাকুরীতে দিয়েছি, মিডওয়াইফ হিসাবে সে নরসিংদী সদর হাসপালে কর্মরত আছে। বিবাহের পুর্বে খুলনা নিয়ে কোন আপত্তির কথা বলেনি তাদের পরিবার বা তার থেকে এখন আমি খুলনা যাওয়ার কথা বললেই বা আমি ভবিষ্যতে খুলনায় ফিরে যাবো এসব বললেই সংংসারে অশান্তি করে।তার বাবা মা ভাই এই বিষয় জানে কিন্তু তাদের কথা আমাদের মেয়ে খুলনা যাবে না। আমার স্ত্রী আমাকে বার ডিফোর্স দিতে চেয়েছে, তার মাও ডিফোর্সের পক্ষে, অনেক বার আমার গায়ে হাত তুলেছে আমার স্ত্রী, খুব খারাপ আচারন করে।