টাকা না থাকলে যাকাত দেয়া লাগে না, উক্ত টাকার মালিক যেহেতু আপনারা নন, সুতরাং আপনাদের যাকাত দেয়া লাগবে না। ৩২ লাখ টাকা যেহেতু ফেরৎ দেয়ার শর্ত আছে সুতরাং ব্যাংকে ফিক্সড ডিপোজিটে টাকা না রেখে সেই দোকানদারকে ফেরৎ দিতে থাকুন। ব্যাংকে যা টাকা আছে সব দোকানদারকে দিয়ে ঋন কমিয়ে ফেলুন।
তবে ঐ দোকানদার যেহেতু ৩২ লাখ টাকার মূল মালিক সুতরাং তাকে ঐ টাকার যাকাত দিতে হবে। প্রতি বছরও দিতে পারবে আবার টাকা হাতে পাওয়ার পর বিগত বছরের যাকাতগুলো একসাথেও দিতে পারবে।