As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6239

মুসাফির

প্রকাশকাল: 28 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, রমাদান মাসে সফর করলে কি সিয়াম পালন করতেই হবে? সফররত অবস্থায় সালাত আদায়ের নিয়ম বিস্তারিত জানতে চায়, বিশেষত যোহরের চার রাকাত ফরয সালাতে একাকী আদায় করলে জামাতের ইমামের মতো জোরে তাকবির দিতে হবে কী? আর ১ম বৈঠকেই তাশাহুদ পড়ার পর দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাতে হবে কী? একাকী এশার সালাতে কি সশব্দে কিরাত পড়তে হবে ১ম ২ রাকাতে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি ৪৮ মাইল বা তার চেয়ে বেশী কোন জায়গায় সফর করেন তাহলে পথের মাঝে মুসাফির হিসেবে গণ্য হবেন। সফর করে যেখানে যাবেন সেখানে যদি ১৫ দিনের চেয়ে কমত থাকার নিয়ত করেন তাহলে মুসাফির হিসেবে গণ্য হবেন। মুসাফিরের জন্য সুযোগ আছে সফর অবস্থায় সিয়াম না রেখে বাড়ি আসার পর না রাখা সিয়ামগুলো কাজা করা। যদি সিয়াম রাখে তাহলে আদায় হয়ে যাবে। একাকী সালাত আদায় করলে তাকবীর ও সূরাগুলো জোরে পড়াও যায় বা নিঃশব্দেও পড়া যায়। জোরের জায়গায় জোরে বলা এবং আস্তের জায়গায় আস্তে পড়া এটা জামাতে সালাতের ক্ষেত্রে আবশ্যক। একা একা সালাত আদায় করলে আস্তে বলারও সুযোগ আছে। সফর অবস্থায় চার রাকআত বিশিষ্ট নামাযগুলো একাকী আদায় করলে দুই রাকআত পড়তে হয়। দুই রাকআতে বসে তাশাহুদু, দরুদ ও দুআ মাসূরা পড়ে সালাম ফিরাতে হবে। আর স্থানীয় ইমামের পিছনে আদায় করলে পুরো চার রাকআতাই আদায় করতে হবে।        

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।