১। সবগুলোর বর্তমান বাজারে বিক্রয় মূল্য টাকাতে হিসাব করবেন, এবং শতকারা আড়াই টাকা যাকাত দিবেন। যেমন, আপনার কাছে সে স্বর্ণ আছে বিক্রি করলে আপনার ৪ লাখ টাকা হবে, রুপা বিক্রি করলে ২ লাখ টাকা হবে, আর নগদ ২ লাখ টাকা আছে, তাহলে ৮ লাখ টাকার যাকাত দিতে হবে ১০ হাজার টাকা।
২। না, বাসা ভাড়ার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে তার যাকাত দিতে হবে না।
৩। যত টাকা জমা আছে তার শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন।