ওয়া আলাইকুমুস সালাম। আকীকা জন্মের ৭ম দিনে সুন্নাত। পরে যে কোন সময় করা জায়েজ। কুরবানীর দিনেও জায়েজ। এখন আর কিছু করতে হবে না। মারা যাওয়া মানুষের আকীকা নিস্প্রয়োজন। রাসূলুল্লাহ সা. বলেছেন,كُلُّ غُلاَمٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى প্রতিটি শিশু আকীকার বন্ধনে জড়িত, জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে জবেহ করতে হবে, তার চুল কাটতে হবে এবং নাম রাখতে হবে। সুনানু তিরমিযি, হাদীস নং ১৭৮৩। হাদীসটি সহীহ।
তবে মারা যাওয়া মানুষের জন্য যতটা সম্ভব দান সদকা করতে হবে।