As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6238

যাকাত

প্রকাশকাল: 27 Feb 2023

প্রশ্ন

১. আমার কাছে যদি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমি যাকাতের হিসাব কিভাবে করবো? ২. আমার নামে একটি জমি এবং সেখানে বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকা আমি আমার বাবাকে দেই (পুরোটাই) তার খরচ করার জন্য।এমতাবস্থায় উক্ত বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকার যাকাত কি আমাকে দিতে হবে কিনা?

৩.আমার কিছু টাকা ডি.পি.এস. হিসাবে আছে। সেটার যাকাত কিভাবে হিসেব করবো?

উত্তর

১। সবগুলোর বর্তমান বাজারে বিক্রয় মূল্য টাকাতে হিসাব করবেন, এবং শতকারা আড়াই টাকা যাকাত দিবেন। যেমন, আপনার কাছে সে স্বর্ণ আছে বিক্রি করলে আপনার ৪ লাখ টাকা হবে, রুপা বিক্রি করলে ২ লাখ টাকা হবে, আর নগদ ২ লাখ টাকা আছে, তাহলে ৮ লাখ টাকার যাকাত দিতে হবে ১০ হাজার টাকা। ২। না, বাসা ভাড়ার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে তার যাকাত দিতে হবে না। ৩। যত টাকা জমা আছে তার শতকারা আড়াই টাকা হারে যাকাত দিবেন।    

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।