As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6231

অর্থনৈতিক

প্রকাশকাল: 20 Feb 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগেটিভ ব্যালেন্স হয়। অর্থাৎ আমার ২/৩ হাজার টাকা ঋণ হয়ে যায়। আমার জামাইয়ের বয়স ৮০ এর কাছাকাছি। আমার টোটাল ইনকাম ৩৪ হাজর। এমতাবস্থায় আমি যাকাত খেতে পারবো কিনা। আমার আপন ভাইয়ের ছেলে আমাকে কিছু যাকাতের টাকা দিছে গরীব দুঃখী কে দেয়ার জন্য, আমি কি তাকে না জানিয়ে এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য খরচ করতে পারবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।না, ঢাকায় ৩টা ফ্ল্যাট থাকলে কারো যাকাত নেয়া জায়েজ হবে না। ফ্ল্যাটগুলো বিক্রি করে কোন গ্রামে এসে বসবাস শুরু করুন, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। অথবা ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে গ্রামে বা ছোট কোন শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকুন তাহলেও সংসার ভালো ভাবে চলে যাবে। ছোট শহরে ২০-২৫ হাজার টাকায় এখন আপনিার চলতে পারবেন ইনশাআল্লাহ। ঢাকায় ফ্লাটে থেকে যাকাত নিলে প্রকৃত গরীবরা বঞ্চিত হবে। যদি ঢাকায় থাকতেই চান তাহলে ছেলেদেরকে আপনার সমস্যার কথা বলবেন। আর আপনার ভাইয়ের ছেলেদেরকে বলবেন, সামনে থেকে তারা যেন আপনার কাছে কোন যাকাতের টাকা না দেয়।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।