ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6230
ওয়া আলাইকুমুস সালাম। সুদ থেকে প্রাপ্ত টাকার মালিক আপনি নন, তাই এই টাকা দান করা হালাল টাকা দান করার মতো নয়। হালাল টাকা দান করলে সওয়াব হয়। আর সুদের এই টাকা গরীবদেরকে দেয়ার সময় সওয়াবের নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়ত করলে গুনাাহ হবে। এটা হারাম টাকা, হারাম টাকা দিয়ে সওয়াবের আশা করা গুনাহের কাজ। সুতরাং এটা সদকায়ে জারিয়া হিসেবে প্রদান করা যাবে না। সওয়াবের নিয়ত ছাড়া গরীবদেরকে দিয়ে দিতে হবে।
অন্য কোন হালাল আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখার সুযোগ থাকলে এসব ব্যাংকে টাকা রাখা যাবে না।